
তাড়াইলে ছিন্নমূল মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবায় আমরা’
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানব সেবায় আমরা” এর তত্ত্বাবধানে ‘মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের পরিচর্যা’ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৬আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদর বাজার প্রশাসনিক ভবন সংলগ্ন পুকুর ঘাটে এ কর্মসূচি পালন করা হয়।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘মানবসেবায় আমরা’’ এর আহ্বায়ক মোঃ জাকিরুল ইসলাম বাকি বলেন- একটি সমাজের প্রকৃত সভ্যতা তার অসহায় ও দুর্বল মানুষের প্রতি যত্নশীলতার মাধ্যমে প্রকাশ পায়। আমাদের সংগঠন ২০২৪ইং সাল থেকে মাদক, জোয়া, ইভটিজিং প্রতিরোধ সহ অসহায় দরিদ্র মানুষের সেবায় ধারাবাহিক ভাবে কাজ করে আসছে। আমরা আশাবাদী এ ধারা সবসময় অব্যাহত থাকবে। আমদের স্লোগান হলো 'পরিবর্তনের অঙ্গিকার।' সুতরাং সমাজের সকল সচেতন মহলকে আমরা অনুরোধ করবো মানবতার সেবায় এগিয়ে আসার জন্য।
এসময় উপস্থিত ছিলেন- 'মানব সেবায় আমরা'এর আহ্বায়ক মো: জাকিরুল ইসলাম বাকি,সদস্য সচিব সাইফুদ্দীন হেকিম, যুগ্ম আহ্বায়ক প্রিয়াংকা ভৌমিক,যুগ্ম আহ্বায়ক শহিদুল হক,
যুগ্ন সদস্য সচিব হুসনে আরা পুতুল,যুগ্ম সদস্য সচিব মো: দিলোয়ার হোসেন জিহাদী,যুগ্ম সদস্য সচিব ইমন মাহমুদ লিমন,কার্যকরী সদস্য মাহমুদুল হাসান রিফাত,কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ আশরাফুল ইসলাম রাসেল (যুগ্ম সদস্য সচিব), মোঃ আবু সালেক (কার্যকারী সদস্য), মোঃ আনোয়ার ভূইয়া (কার্যকারী সদস্য), মোঃ মাহামুদুল হাসান (কার্যকারী সদস্য) মোঃ নাঈম রাহমানী (কার্যকারী সদস্য), মোঃ নাঈম শেখ (কার্যকারী সদস্য), মোঃ রিফাত (কার্যকারী সদস্য), মোঃ ফয়সাল আহমেদ সাগর (কার্যকারী সদস্য),
মোঃ নাসিম মিয়া (কার্যকারী সদস্য),মোঃ নাঈম ইসলাম অনিম (কার্যকারী সদস্য), মোঃ আল মামুন(কার্যকারী সদস্য)মোঃ মাসুম বিল্লাহ (কার্যকারী সদস্য),মোঃ আনজুর রহমান
(কার্যকারী সদস্য),মোঃ মাজেদা আক্তার(কার্যকারী সদস্য),মোঃ তানভীর ইভান (কার্যকারী সদস্য)।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit