Dark Mode
Friday, 20 September 2024
ePaper   
Logo
বাউফলে পুলিশ প্রশাসনের উদ্যোগে দুর্গা পূজা নিয়ে মতবিনিময়

বাউফলে পুলিশ প্রশাসনের উদ্যোগে দুর্গা পূজা নিয়ে মতবিনিময়

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বাউফল থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে থানার কনফারেন্স রুমে অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল সেনা বাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সানজিদ।
ক্যাপ্টেন সানজিদ ও অফিসার ইনচার্জ(ওসি) শোনিক কুমার গয়েন আসন্ন দুর্গা পূজা উৎসব মূখর পরিবেশে উদযাপন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কেউ কেউ ওৎ পেতে থাকতে পারেন। এবিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।পূজার নিরাপত্তায় বিঘ্ন ঘটে এমন কোন পরিবেশ পরিস্থিতি আশংকা হলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য বলা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি সনজিত কুমার সাহা, সাধারন সম্পাদক সাংবাদিক অতুল চন্দ্র পাল, সহ:সভাপতি সাংবাদিক জীতেন্দ্র নাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, মোহন লাল সাহা প্রমূখ। মতবিনিময় সভায় ৫৮টি মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!