Dark Mode
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
প্রাথমিক শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত  করতে হবে  প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নাটোর প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক—শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে অনেক মানবিক। তবেই শিক্ষার ভীত সুসংহত মজবুত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মঙ্গলবার(১৩মে) বিকেল তিনটায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কোকারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে,তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানব সম্পদে পরিণত হবে।

উপদেষ্টা আরো বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্ব দক্ষতায় বিদ্যালয় সফলতা লাভ করে।

তাদের সম্পূর্ণ বিকাশকে সম্ভব করে তোলার মাধ্যমে বৈষম্যমুক্ত শক্তিশালী জাতি গঠনে শিক্ষকবৃন্দ অবদান রাখতে পারেন।পাশাপাশি অভিভাবকবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির সাথে প্রধান
শিক্ষক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা,প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃশামসুজ্জামান এবং অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন)মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ
গোলাম নবী। এর আগে উপদেষ্টা সকালে বড়াইগ্রাম উপজেলারবড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ এর কার্যক্রমপরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!