
নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ডলার গ্রেফতার
নাটোর প্রতিনিধি
নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নাটোর থানা স্বনির্ভর সমবায় সমিতি (ইউসিসিএ) সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে)দুপুর ১২ টার দিকে শহরের বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএ এর নিজস্ব কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, ইসতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ওবিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলা রয়েছে।
সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে তার স্ত্রী আছমা আক্তার বীথি দাবী করেছেন তার স্বামী অ্যাডভোকেটইশতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে কোন মামলা নেই। আটকের পর পুরনো দুটি মামলায় অজ্ঞাত আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?