
ঢাকা - বরিশাল রোডে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন গুরুতর আহত
মীর ইমরান-মাদারীপুর
মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা - বরিশাল মহাসড়কে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ থাকে যানবাহন চলাচল। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যানবাহন চলাচল শুরু করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মাদারীপুর যাচ্ছিলো রহিমা ক্লাসিক নামে একটি লোকাল যাত্রীবাহী বাস। পথে মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় আসলে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় দুই শিশুসহ প্রায় ৮ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত। এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার গুরুতর আহতরা হলেন—বরিশালের বাউফল উপজেলার সাকুর শিকদারের স্ত্রী তনু বেগম (৩০),তার শিশু মেয়ে সাদিকা (৮), শিশু ছেলে সারাব (৩),তার মামা সোহাগ (৩৫), একই উপজেলার মিজান (৩৮), বরিশাল সদরের কবির হোসেন (৬০), আজিজ (৫৫), কবির (৪৫), মাইক্রোবাস চালক কুমিল্লার মোঃ মজিবর (৫০)। এদের সবাইকে রাজৈর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে দুর্ঘটনায় কবলিত বাসের চালক ও গুরুত্বর আহত হয়েছে বলে জানান পুলিশ,
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আরফ আলী বলেন এখন পর্যন্ত দূর্ঘটনার বিষয়ে কোনো মামলা হয়নি,তবে আমরা ঘটনার সাথে সাথে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা জন্য প্রেরণ করি। দুই জন গুরুতর আহত হওয়ার কারণে তাদেরকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আমরা মাইক্রোবাসে সাত ও বাসের চালকসহ ৮ জন আহত অবস্থায় পেয়েছি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit