Dark Mode
Friday, 09 May 2025
ePaper   
Logo
ঢাকার বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বেইলি রোডের একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আমাদের প্রথম ইউনিট ৬টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবটির ছাদসহ অন্যান্য জায়গা থেকে এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছিল। আগুনে ছয়তলা ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। কারণ, ভবনটিতে রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন ব্যবসা পরিচালনা করেছিল। সেসময় এই এলাকার ভবনের বাণিজ্যিক ব্যবহার নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছিল।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!