ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
ঢামেকের অভিযানে অবৈধ ২১ হুইলচেয়ার জব্দ

ঢামেকের অভিযানে অবৈধ ২১ হুইলচেয়ার জব্দ

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অবৈধ ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বুধবার (৭ মে) বিকালে ঢামেক হাসপাতালের পরিচালকের নির্দেশনায় উপ-পরিচালকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফুল আলম।

তিনি  বলেন, ‘আমরা বিকালের দিকে হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে অবৈধ ২১টি হুইলচেয়ার জব্দ করেছি। এই অভিযান আমাদের নিয়মিত। তবে আজকে চোখের সামনে এতগুলো হুইল চেয়ার পেলাম। যেগুলো বহিরাগতরা এনেছে। আমরা জব্দ করার আগেই তারা পালিয়ে যান।'

ডা. আশরাফুল আরও বলেন 'পুলিশের কাজটা আমরা করেছি। পরিচালকের নির্দেশনায় আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকি।'

ঢামেকের এই উপ-পরিচালক আরও জানান, মেডিকেল রিপ্রেজেনটেটিভদেরও হাসপাতালে প্রবেশ সীমাবদ্ধ করা হয়েছে।

রাতারাতি এই অনিয়মগুলো প্রতিরোধ করা সম্ভব না হলে চেষ্টা অব্যাহত রাখার কথা জানান ডা. আশরাফুল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন