Dark Mode
Friday, 20 September 2024
ePaper   
Logo
কলাপাড়ায়-ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান

কলাপাড়ায়-ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান

পায়রা বন্দর (পটুয়াখালী)প্রতিনিধি

কলাপাড়ার কোল ঘেঁষে আন্ধামানিক নদীর পাশে ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষ পরিত্যক্ত ও ভবন সঙ্কট জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান। দুই হাজার সালে ফ্যাসিলিটিজ (শিক্ষা বিভাগ) ভবনটি নির্মাণ করে দেয়। নির্মাণের ২৪ বছরের মধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে এই বিদ্যালয়ের পাঠদান চালাতে হচ্ছে পাশের জরাজীর্ন টিনের ঘরে।

বিদ্যালয় সুত্রে জানা গেছে, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টিত হয় ১৯৬৮ সালে। ৭৭.০০ শতাংশ জমির ওপর স্থাপিত হয় ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। জুনিয়র এমপিও স্বীকৃতি পায় ১৯৮৫ সালে ও মাধ্যমিক এমপিও অনুমোদন পেয়ে ছিলেন-১৯৯৫সালে। তখন থেকেই নীলগঞ্জ ইউনিয়নে মাধ্যমিক শিক্ষায় গুরুত্বপুর্ন অবদান রেখে আসছে বিদ্যালয়টি। প্রতিষ্টানটি অসংখ্য মেধাবী মুখ তৈরি করেছে। যারা আজ জাতীয় ও আর্ন্তজাতীক পর্যায়ে সুপ্রতিষ্টিত। প্রায় সারে তিন শত শিক্ষার্থী অধ্যায়নরত। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি উপজেলার মধ্যে শীর্ষ ফলাফল ধরে রেখেছে। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্থান সংকুলান হচ্ছে না।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার প্রসারে এই শিক্ষা নিকেতনের অনন্য উজ্জ্বল ভুমিকা এবং অবদান থাকলেও দির্ঘ দিন ধরে বহুমুখী সংকটে নিমজ্জিত বিদ্যালয়টি। বিদ্যালয়ের প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। ছাদ ও বারান্দার পিলার গুলোর ঢালাই খসে রড বেরিয়ে পড়েছে। দরজা-জানালাগুলো ভাঙ্গা।

সম্প্রতি ছাদের পলেস্তারা খসে পড়ছে। জংধরা ছাদের রডগুলো বের হয়ে আছে। অনেক স্থানে দেয়ালে ফাটল ধরেছে। সামান্য বৃষ্টিতেই পানি চুইয়ে পড়ে ভবনের ভেতরে। এতে করে যেমন শঙ্কায় দিন পার করছে শিক্ষার্থীরা, তেমনি বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় স্কুলের গুদামঘর ও টিনশেডে ক্লাস চালাতে বাধ্য হচ্ছে তারা। পাঠদান কক্ষে বাঁশের সঙ্গে ফ্যান ঝোলানো রয়েছে। জরাজীর্ণ ভবনটিতে রয়েছে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কার্যালয়। এদিকে দীর্ঘদিন মেরামত না হওয়ায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আবাসন সঙ্কট নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাই এই বিদ্যালয়ের অবকাঠামো প্রয়োজন।

১০ম শ্রেনির শিক্ষার্থী মো. মোকছেদুল বলেন, আমার বিদ্যালয় দু’টি টিনের ঘর ও ছোট একটি বিল্ডিং রয়েছে। ছাত্র ছাত্রী সংখ্যা অনেক বেশি তাতে যে জায়গা বিদ্যালয় পাঠদান করতে খুই কষ্ট করে ক্লাস করতে হয়। আগে যে ভবনটি ক্লাস করতাম এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে কোন ভাবে আমাদেও পক্ষে পাঠদান করা সম্ভব না। জরুরী ভিক্তিতে বিদ্যালয় একটি ভবন নির্মান করা প্রয়োজন।

৯ম শ্রেনি শিথী শিক্ষার্থী হারদার বলেন, জ্ঞানচর্চা ও প্রসারে উজ্জ্বল ভুমিকা থাকলেও দির্ঘদিন ধরে বহুমুখী সংকটে নিমজ্জিত বিদ্যালয়টি। ছাত্র ছাত্রী সংখ্যা অনেক বেশি তাতে যে জায়গা বিদ্যালয় পাঠদান স্থান সংকুলান হচ্ছে না। জরুরী ভিক্তিতে বিদ্যালয় একটি ভবন নির্মান খুবই দরকার। এজন্য শিক্ষা মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় অভিভাবক মো. মেহেদী হাসান বলেন, নীলগঞ্জ ইউনিয়নের ১০-১২টি গ্রামের মধ্যে এই বিদ্যায়। কাছা কাছি বিদ্যালয় না থাকায় ওই সব গ্রামের ছাত্র ছাত্রীদের ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের জায়গায় সংকুলান হয়ে পড়েছে। পাঠদানের কার্যক্রম চালুর জণ্য নতুন ভবন নির্মান করা জরুরী হয়ে পড়েছে।

ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামাল উদ্দিন জানান, ভবনটির জরাজীর্ণ দশার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ শেষ নেই। এমন অবস্থায় ক্লাস নিতে হচ্ছে পাশের ছোট টিনসেড ঘরে। এ কারণে পাঠদানের কার্যক্রম চালাতে কষ্ট হচ্ছে। জরুরী ভিক্তিতে একটি নতুন ভবন নির্মান করা খুবই প্রয়োজন। কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকতা ও উপজেলা চেয়ানম্যানসহ বিদ্যালয়টি পরিদর্শন করে গেছে তারা বলেছেন বিদ্যালয়টি ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে এখন ক্লাস করার দরকার নেই।

উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান জানান, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরাবর একটি দরখস্ত দিতে বলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কলাপাড়ায় দায়িত্বরত মো. ইমরান হোসাইন বলেন, আমি বিদ্যালয় গিয়ে খোঁজ খবর নিবো। আমি নতুন আসছি। দেখি পরবর্তীতে নতুন ভবনের জন্য কি ব্যবস্থা করা যায়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!