Dark Mode
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও বিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাট নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, আহত ৩

কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও বিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাট নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, আহত ৩

 

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
 
পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের কাজে শ্রমিক সরবারহের বিরোধকে কেন্দ্র করে শাহিন মৃধা নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 
আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার দোলন মৃধা, মিরাজ ও সাব্বির নামের তিন যুবক আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে একটি প্রাইভেটকার। এতে ওই ব্যবসায়ীর প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের শ্রমিক সরবারহকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ধানখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে দশটার দিকে ৫০/৬০ জন লোক ঘটনাস্থলে পৌছে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এসময় শাহিন মৃধা ওই প্রতিষ্ঠানের ভিতরে থাকলেও অক্ষত অবস্থায় সটকে পড়তে সক্ষম হয়।
 
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
 
প্রসঙ্গত, মিফতা ট্রেডার্স এর মালিক শাহীন মৃধার বিরুদ্ধে ১৯ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারাধীন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ও মাল ক্রোকের আদেশ রয়েছে। এরপরও রহস্যজনক কারণে পুলিশের গ্রেফতার এড়িয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করতে সক্ষম হন শাহিন মৃধা।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!