
স্কাউট সমাবেশে জয় বাংলা" গান বাজানো সেই স্কুল শিক্ষক ও কমিটির অপসারণের দাবীতে মানববন্ধন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী স্কাউট জাম্বুরি সমাবেশে জয় বাংলা" গান বাজানো বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের কমিটি ও সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খান ও সহকারী শিক্ষক রহমতুল্লাহর অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে চরমজলিশপুর ইউনিয়নের ওই স্কুল আঙ্গিনায় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রফেসর আনোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নাজমুল করিম দুলাল ও শিক্ষক ইব্রাহিম খান জুলাই বিপ্লবের শহীদ পরিবারের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। যে স্লোগান হাইকোর্ট থেকে নিষিদ্ধ সেই স্লোগানের গান এখানে পরিবেশন করে শহীদদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে। প্রধান শিক্ষকের এর দায় কিছুতে এড়াতে পারেন না। আমরা অবিলম্বে তার অপসারণ চাই।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর,সেক্রেটারি আনোয়ার হোসেন, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন রিয়াদ ও সেক্রেটারি আরিফ হোসেন, উপজেলা যুবদল নেতা হারুনুুর রশিদ, সবুজ, মো.ফারুক, আমির হোসেন মাসুদ, আবুল বাশার,উপজেলা সমবায় দলের সহ-সভাপতি মো. মোস্তফা, অভিভাবক নুর ইসলাম, বেলাল হোসেন নাছির উদ্দীন, মাসুম আহমদ, সামছুল হক, সাবেক শিক্ষার্থী কাজী আসিফুল ইসলাম আহাদ, মেহেদী হাসান রিফাত রাব্বী, জাহেদ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা জানান, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এর বর্তমান পরিচালনা কমিটির সভাপতি নাজমুল করিম দুলাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খান পতিত ফ্যাসিস্টের দোসর। শিক্ষক ইবরাহীম ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি উপজেলা স্কাউটের সমাবেশে প্রোগ্রাম শিল্পী তাপসের "জয় বাংলা" গানটি পরিবেশন করে ধৃষ্টতা দেখিয়েছেন।
যার ফলশ্রুতিতে ঘটনাস্থলে উপস্থিত ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ অতিথিবৃন্দ দ্রুত অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন। যা নিয়ে এলাকাবাসী লজ্জিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিষয়টি দুঃখ জনক। আমরা বিষয়টি ইচ্ছা কৃত ভাবে উপস্থাপন করা হয়েছে কিনা ক্ষতিয়ে দেখছি। যা উপস্থিত সবাইকে বিব্রত করেছে। আগামীতে এ সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল শনিবার সোনাগাজীতে ৮ম উপজেলা স্কাউট সমাবেশ এর মহা তাঁবু জলসা সমাপনী অনুষ্ঠানে গানের তালে জয় বাংলা' গান বাজানোতে তাৎক্ষণিক অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এবং সাথে সাথে জেলা এডিএম মনজুর আহসানকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit