
বাউফলের ৫শ ২৬ কিলোমিটার সড়কের বেহাল দশা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীন ৫শ ২৬ কিলোমিটার সড়কের বেহাল দশা।সড়কগুলোর বিভিন্ন স্থানে খোঁয়া উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ার কারনে
যানবাহনসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের পোহাতে হচ্ছে। দ্রুত ওই সড়কগুলো সংস্কার না পারলে চলতি বর্ষা মৌসুমে উপজেলার অভ্যন্তরীন
যোগাযোগ ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাউফল উপজেলা কার্যালয় সুত্রে জানা গেছে,উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন গ্রামীণ জনপদ হিসেবে কাঁচাপাকামিলে মোট ২৩ হাজার ৯৫,২৯ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে বেহাল অবস্থায় রয়েছে ৫শ ২৬ কিলোমিটার সড়ক।
সুত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের অধিকাংশ অভ্যন্তরীন সড়কের বেহাল দশা। এর মধ্যে দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী—নওমালা ব্রিজ পর্যন্ত। লেংরা
মুন্সির পুল — কাদের সর্দার বাড়ী পর্যন্ত। সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ী থেকে রশিদের বাড়ী পর্যন্ত। কাঠের পুল থেকে হুজুরের বাড়ী পর্যন্ত। বড় চৌমুহনী
থেকে—ইলিশার খাল পর্যন্ত। পাঁচ বাড়ী থেকে—বাউফল সদর পর্যন্ত রাস্তা। পূর্ব খাজুরবাঁড়িয়া প্রাইমারি স্কুল থেকে খালেক চৌধুরী বাড়ী, গেদু চৌকিদার
বাড়ী থেকে পশ্চিম খাজুরবাঁড়ীয়া পর্যন্ত রাস্তা। বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত। কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিমুলবাগ থেকে কলেজ সড়ক তমিরের
দড়গা পর্যন্ত। আয়নাবাজ কালাইয়া ভদ্রশীলের বাড়ি সড়ক থেকে বগী বাজার সড়ক। কনকদিয়া—বীরপাশা,কালিশুরী—ধুলিয়া,কালিশুরী—কেশবপুর,কনকদিয়া বাজার—বীরপাশা—আনারশিয়া,ও চন্দ্রদ্বীপের সড়কসহ বেশ কয়েকটি সড়কে গিয়ে দেখা গছে,সড়কগুলোর বিভিন্ন অংশে পাথর, খোয়া উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি
হয়েছে। কোন কোন স্থানে বর্ষার পানিতে তলিয়ে কাদা—পানি জমা হয়ে থাকায় সাধারণ মানুষ দুভোর্গের শিকার হচ্ছেন। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
ভাঙা রাস্তার কারণে পণ্য পরিবহনে বাধাগ্রস্থ হচ্ছে। প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। এমনকি প্রাণ হাণির মতন ঘটনা ঘটছে। অভ্যন্তরীণ সড়কগুলোর এ বেহাল
অবস্থায় এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও অগগ্রতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকার জনগন।
উপজেলার অভ্যন্তরীন সড়কে নিয়মিত কয়েকজন যানবাহন চালকের সাথে কথা বলে জানা গেছে,সড়কের কারণে তাদের গাড়ির ক্ষতি হচ্ছে,ুআয়—রোজগার কমে গেছে।
একাধিক শিক্ষক ও ছাত্রছাত্রী বলেন,সড়কের বেহাল দশার কারণে তাদের স্কুল কলেজে যাতায়াত করতে কষ্ট হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামত করার দাবী করেন।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাউফল উপজেলা কার্যালয়ের প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেহাল সড়ক গুলোর তালিকা করে মন্ত্রনালয়ে
পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হয়ে আসলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?