
বালিয়াডাঙ্গীতে মোবাইল টাওয়ারে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন
জানে আলম, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী বাজারে গ্রামীণফোনের স্থাপিত টাওয়ারে নেটওয়ার্ক স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
রবিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী বাজারে গ্রামীণ ফোনের টাওয়ারে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাদামবাড়ী বাজারের স্থানীয় বাসিন্দারা।
এ সময় বক্তারা বলেন, উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাদামবাড়ী বাজারে প্রায় ২ বছর আগে গ্রামীণফোনের টাওয়ার স্থাপন করা হয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এখানে এখনো গ্রামীন ফোনের টাওয়ারে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা হয় নাই। যার ফলে এই এলাকার মানুষ শিক্ষা, চিকিৎসা ও কৃষি খাতসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছেন।
গ্রামীনফোনের মোবাইল টাওয়ারে নেটওয়ার্ক সংযোগ না স্থাপন করায় বাজারের প্রায় বিশ হাজার মানুষের জীবন মানের ওপর প্রভাব ফেলবে।
টাওয়ার নির্মাণ করার পর নেটওয়ার্ক সংযোগ স্থাপন না করাই গ্রামীণফোনের কমপ্লিন হেল্পলাইনে বারবার অভিযোগ করার পরও কোন সমাধান না হওয়াই মানববন্ধন করছেন বলে জানান স্থানীয়রা।
অবিলম্বে নির্মাণাধীন গ্রামীন ফোনের মোবাইল টাওয়ারে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের দাবি জানান তারা।
এব্যাপারে মোবাইল টাওয়ার নির্মাণ করা জমির মালিক কাজী ফাহিম (পল্টু) বলেন, গ্রামীণফোন প্রায় দেড় বছর আগে আমার সাথে কন্টাক করেছে কিন্তু এখন পর্যন্ত তারা নেটওয়ার্ক চালু করেনি, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে,এবং এই এলাকার মানুষ গ্রামীণফোনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি গ্রামীনফোনের এমডির কাছে দ্রুত এই টাওয়ারের নেটওয়ার্ক সংযোগ স্থাপনের দাবী জানাচ্ছি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit