
লৌহজংয়ে হেরোইনসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার
মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্ডারগ্রাউন্ড খ্যাত মাদক সম্রাট শ্রমিক দল নেতা শহিদুলকে হেরোইন সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার লৌহজং থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কনকসার এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন সহ এ মাদক সম্রাট তথা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লৌহজং উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি শহিদুলকে গ্রেপ্তার করে লৌহজং থানা পুলিশ।
আরো জানাগেছে, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শহিদুলের একের পর এক মাদক সংশ্লিষ্ট ভিডিও ফাঁস হওয়ার পর নড়েচরে বসে লৌহজং থানা পুলিশ। ঢাকা থেকে মাদকের চালান নিয়ে লৌহজংয়ে ফেরার পথেই এ মাদক ব্যবসায়ী শহিদুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে থানা পুলিশ।
থানা পুলিশের সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কনকসার এলাকায় অভিযান চালিয়ে এ মাদকের ডিলার শহিদুলকে আটক করতে সক্ষম হয় তারা।
স্থানীয়রা জানায়, শহিদ্লু লৌহজং উপজেলার সবচেয়ে বড় মাদকের ডিলার এই শহিদুল। বিএনপির রাজনীতিতে শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি পদের দাপটে দীর্ঘদিন যাবৎ হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল। শহিদুলের ভয়ে কেউ মুখ খুলে কথাই বলতে পারতো না। থানা পুলিশের নাকের ডগায় বসে হেরোইন বিক্রি করতো। অবশেষে সেই থানা পুলিশই তাকে গ্রেপ্তার করতো।
এবিষয়ে লৌহজং থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদ বলেন, লৌহজং থানার প্রতিটা এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়িক ও মাদক সেবনকরীদের কোনো ছাড় দেওয়া হবে না।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?