Dark Mode
Wednesday, 30 April 2025
ePaper   
Logo
গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত তথ্য   রাউজান ব্রিক ফিল্ড মালিক সমিতি ও আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত তথ্য রাউজান ব্রিক ফিল্ড মালিক সমিতি ও আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

 


রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিথ্যা, বানোয়াট তথ্য পরিবেশন করায় রাউজান ব্রিক ফিল্ড মালিক সমিতি এবং রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন করেছেন। সোমবার(১৮এপ্রিল) বিকালে সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম এবং রাউজান ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি সৈয়্যদ হোসেন কোম্পানী।এসময় উপস্থিত ছিলেন- রাউজান ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মেম্বার, আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মেম্বার, আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রাসেল খাঁন, সহ সভাপতি সাইফুদ্দিন রিবন, সহ সভাপতি নিজাম উদ্দিন সুজন, অর্থ সম্পাদক  মুন্না তালুকদার, ইদ্রিস সওদাগর, হারুন সওদাগর, দিদার আলম, আব্দুল মতিন রাজু, রাউজান ব্রীক ফিল্ড মালিক সমিতির মো. মহিউদ্দিন, আবু বক্কর চৌধুরী,আব্দুল খালেক কোম্পানী, সেলিম উদ্দিন, সাইফুদ্দিন রিবন। সংবাদ সম্মেলনে বলা হয়, 'গোলাম আকবর খোন্দকার উত্তরজেলা বিএনপির একজন দায়িত্বশীল নেতা হয়েও জননেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে শিষ্টাচার বর্হিভূত তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। তারা বলেন, 'গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একজন বিশিষ্ট এবং জনগণের কাছে প্রিয় নেতা, যার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।এতে রাউজান ব্রিক ফিল্ড সমিতির সভাপতি এবং রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির নেতারা সবার কাছে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ব্রীক ফিল্ড মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি বলেন, রাউজানে চলমান ইটভাটা আছে ২৪ টি। বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার ৩৮টি ইট ভাটা কোথায় তথ্য পেয়েছে  জানিনা।ওনি যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৮টি ব্রিক ফিল্ড থেকে তিন লক্ষ টাকা করে চাঁদার কথা উল্লেখ করেছে, সেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।তবে আমাদের কোনো ব্রিক ফিল্ড থেকে কাউকে চাঁদা দেওয়া হয়নি। বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার সংবাদ সম্মেলনের মাধ্যমে যে মিথ্যা বানোয়াট কথা বলেছে, আমরা ব্রিক ফিল্ড সমিতির নেতৃবৃন্দ তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 
 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!