ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
সিলেট কর অঞ্চলে ৮৩৭ কোটি টাকা রাজস্ব আদায়

সিলেট কর অঞ্চলে ৮৩৭ কোটি টাকা রাজস্ব আদায়

সিলেট ব্যুরো

সদ্য গত হওয়া অর্থ বছরে (২০২১-২২) সিলেট কর অঞ্চল ৮৩৭ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। এ কর অঞ্চলের লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ের হার ১০৫ শতাংশ।

সিলেট কর অঞ্চল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে সিলেট কর অঞ্চলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে কর আদায় হয়েছে ৮৩৭ কোটি টাকা।

এর আগে, ২০২০-২১ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭২৫ কোটি টাকা থাকলেও আহরণের পরিমাণ ছিল প্রায় ৬৮৮ কোটি টাকা।

২০২০-২১ অর্থ বছরের রাজস্ব আদায়ের তুলনায় এবার ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ২১.৭০ ভাগ।

এ প্রসঙ্গে সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, সিলেট কর অঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় সদ্য গত হওয়া অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। আমরা সকল করদাতা ও অংশীজনকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি জানান, কর প্রদান নিয়ে মানুষের মধ্য থেকে ভীতি দূর করার চেষ্টা চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি কর আদায় সম্ভব হবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন