ডার্ক মোড
Tuesday, 23 September 2025
ePaper   
Logo
সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি দুদক টিম। 

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থপাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে উৎপল পাল ও আবদুল আজিজ নামের সাইফুজ্জামান চৌধুরীর  ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার করে দুদক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। আদালত  তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মশিউর রহমান বলেন, রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ, চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িটিতে অভিযান চালিয়ে ২৩ বস্তা বিভিন্ন নথিপত্র জব্দ করা হলেও কোনো অর্থের সন্ধান পাওয়া যায়নি।  অভিযানের খবর পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যান। 

দুদকের আরেকটি সূত্র জানিয়েছে, উৎপল পাল ও আব্দুল আজিজের কাছ থেকে দুইটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। 

এর আগে, বৃহস্পতিবার দুপুরে দুদকের অর্থ আত্মসাতের মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির জন্য আদালতে আবেদন করা হয়।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের মহানগর স্পেশাল জজ মো. আব্দুর রহমানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন