
সাংবাদিক মোস্তফা কাজল এর মৃত্যুতে ডিইউজে'র শোক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, একজন পেশাদার ও সৎ সাংবাদিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
মরহুমের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ। তিনি আজ দুপুরে নিজ বাসভবনে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বাংলাদেশ প্রতিদিনের মফস্বল সম্পাদক ছিলেন। এর আগে আজকের কাগজ, মানব জমিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন