ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
সরিষাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

সরিষাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) 

জামালপুরের সরিষাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় আরিফ মিয়া (২১) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সন্ধায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা এলাকার সরিষাবাড়ী - মাদারগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকার মুকুল মিয়ার ছেলে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে চর জামিরা বাজারে মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।

স্থানী সুত্রে জানা যায়, বুধবার বিকালে একটি মোটরসাইকেল মেরামত করে রাস্তায় সেটি পরীক্ষা করতে নিয়ে যায় আরিফ। এ সময় হঠাৎই মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে রাতে জামালপুর নেয়ার পথে সদর উপজেলার হাসিল বটলতলা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হাসান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা কোন অভিযোগ পাইনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন