ডার্ক মোড
Tuesday, 01 April 2025
ePaper   
Logo
সখিপুর থানা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ইলিশ জব্দ আটক ৫।

সখিপুর থানা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ইলিশ জব্দ আটক ৫।

 
শাহীন আহমেদ 
ভেদরগঞ্জ প্রতিনিধি! 
 
সখিপুর, শরীয়তপুর - শনিবার [২৯ মার্চ ]: সখিপুর থানার একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে এবং ৫ জন আটক করা হয়েছে শনিবার ভোরে পরিচালিত এই অভিযানে তাড়াবুনিয়া ইউনিয়ন ও নদীপথে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
 
অভিযান পরিচালনা করেন সখিপুর থানার ওসি ওবায়দুল হক ও সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট মৌসুমে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও কিছু অসাধু ব্যবসায়ী ও জেলেরা আইন অমান্য করে এই কর্মকাণ্ড চালিয়ে আসছে।
 
অভিযানে আটককৃত জাটকা ইলিশগুলো মাদ্রাসা এতিমখানা ও জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন । এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
সখিপুর থানার ওসি বলেন, "আমরা জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"
 
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন