ডার্ক মোড
Tuesday, 29 April 2025
ePaper   
Logo
সংবাদের সাথে ছবি আছে —— ফুলবাড়ীতে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

সংবাদের সাথে ছবি আছে —— ফুলবাড়ীতে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন


আনোয়ার সাদাত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি——
মুসলিম ধর্মালম্বিদের সর্বশেষ ঠিকানা কবরস্থান।বড় পুুকুরের পানির ঢেউয়ে পাড় ভেঙ্গে সেই কবরস্থান আজ বিলিনের পথে। স্থানীয়রা বিভিন্ন সময় মৌখিক দাবি তুললেও
প্রতিকার না মেলেয়, দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থান ধ্বংসের হাত থেকে রক্ষা, অবৈধ্য স্থাপনা উচ্ছেদসহ সংস্কাকারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর—গবিন্দগঞ্জ আঞ্চলিকমহা সড়কের পাশে ব্যানার ফেষ্টুন হাতে দাড়ীয়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে পৌর এলাকার কেন্দ্রীয় কানাহার কবরস্থানটি রক্ষাসহ সংস্কাকারে দাবিতে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক।ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মন্তাজ আলী চৌধুরী,শাহাজান মন্ডল, ব্যবসায়ী সমিতির আাহ্বায়ক এমএ আব্দুল কাইয়ুম, সাবেক প্যানেল মেয়র নুরজ্জামান জামান, সাবেক পৌর
কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব হারুন উর রশীদ,স্থানীয় বাসিন্দা মেহের আলী, আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি ফুলবাড়ী পৌর এলাকার শতবছরের পুরোনো কবরস্থান। এখানে পৌর এলাকার মুর্দা দাফন করা হয়, আমাদের বাপ, দাদাসহ পুর্বপুরুষদের কবর,কবরস্থানের পুুকুরের পানির ঢেউয়ে দিনদিন পাড় ভেঙ্গে কবর গুলো বিলিন হয়ে যাচ্ছে। বর্তমানে কবরস্থানটিতে কবর দেওয়ার জায়গা সংকট দেখা দিয়েছে। গাইডওয়াল নির্মানসহ কবরস্থানের পুর্বপাড় দখল করে যেসব বসতবাড়ী গড়ে উঠেছে, পুর্ণবাসনের ব্যবস্থা করে সেগুলো উচ্ছেদ করতে হবে। বক্তারা কবরস্থানটি রক্ষাসহ সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।বিষয়টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বলেন, কানাহার কবরস্থানটি সংস্কারের বিষয় নিয়ে বেশকিছুদিন ধরে স্থানীয়রা দাবী তুলেছেন, এর আগে বিগত মেয়র মহোদয় বিষয়টি নিয়ে মিনিষ্ট্রিতে চেষ্টা করেছেন। আমরাও বিষয়টি নিয়ে
সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন