ডার্ক মোড
Saturday, 13 September 2025
ePaper   
Logo
শ্যাফট বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট

শ্যাফট বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট "এফবি মাসুদা শাহীন" এর ১৭ জন জেলেকে উদ্ধার

  

চট্টগ্রাম ব্যুরো
শ্যাফট বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট "এফবি মাসুদা শাহীন" এর ১৭ জন জেলেকে উদ্ধার করেছে  বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  রবিবার চট্টগ্রাম ফিশারি ঘাট এলাকা হতে "এফবি মাসুদা শাহীন" নামক ফিশিং বোট ১৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর গত ৭ সেপ্টেম্বর রাতে বোটটির শ্যাফট ভেঙ্গে গিয়ে বিকল হয়ে ৪ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার দুপুর ১ টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ  সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৯ টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১৭ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়।

উদ্ধারকৃত ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন