ডার্ক মোড
Saturday, 13 September 2025
ePaper   
Logo
পবা থানায় 'ওপেন হাউজ ডে ' অনুষ্ঠিত

পবা থানায় 'ওপেন হাউজ ডে ' অনুষ্ঠিত

 

রাজশাহী প্রতিনিধি

পবা থানা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) যৌথভাবে পবা থানা কম্পাউন্ডে বৃহস্পতিবার (১১ ই সেপ্টেম্বর) "ওপেন হাউজ ডে "এর আয়োজন করেন।

উক্ত আয়োজনের মাধ্যমে মাদক,জুয়া, ইভটিজিং,বাল্য বিবাহ, কিশোর অপরাধ, সাইবার অপরাধ, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফলসহ বিভিন্ন প্রকার সামাজিক অপরাধ প্রতিকারের বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।

অপরাধ দমন ও প্রতিকারে পুলিশের ভুমিকার পাশাপাশি জনগনের অংশ গ্রহনের সম্মিলিত প্রচেষ্টার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহুমুখদম বিভাগ , আরএমপি রাজশাহী, সহকারি পুলিশ কমিশনার, শাহমুখদম বিভাগ, আরএমপি, রাজশাহী, অফিসার ইনচার্জ পবা থানা আরএমপি রাজশাহীসহ পবা থানা এলাকার সামাজিক নেতৃত্ববৃন্দসহ সর্বস্তরের সুধীমন্ডলী।

পবা থানায় 'ওপেন হাউজ ডে ' অনুষ্ঠিত

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন