ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ২ জন, নওগাঁ ও নাটোরের একজন করে এবং পাবনার ৫ জন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় ওই ওয়ার্ডে একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৫৪ জন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন