ডার্ক মোড
Tuesday, 23 September 2025
ePaper   
Logo
যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড

যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড


নিজ্বস প্রতিনিধি
মঙ্গলবার যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে  বাংলাদেশকোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , সোমবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে ‘‘মিতালি-৭’’ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আজ মঙ্গলবার মধ্যরাত ১২ টায় লঞ্চটি হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত গর্ভবতী মহিলার শ্বাসকষ্ট শুরু হলে জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ রোগীর নিকট আত্মীয় কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম তৎক্ষণাৎ অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম উক্ত মহিলাকে অক্সিজেন প্রদান করে এবং সদরঘাটে পৌঁছে দেয়।

জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন