ডার্ক মোড
Tuesday, 29 April 2025
ePaper   
Logo
মিরসরাইয়ে সিডিএসপি বেড়িবাঁধের ভাঙন রোধ করুন- ডেপুটি এ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান

মিরসরাইয়ে সিডিএসপি বেড়িবাঁধের ভাঙন রোধ করুন- ডেপুটি এ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান

 

মিরসরাই (চট্টগ্রাম)  প্রতিনিধি
মিরসরাইয়ে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) প্রকল্পের বেড়িবাঁধ ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। বাঁধের অব্যাহত ভাঙন মৎস্য খামার, কৃষিজমি ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মত দেন তিনি।
 
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় মিরসরাইয়ের পার্ক ইন স্টুরেন্টে জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। 
সভায় ওসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান এই সময় আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির এবং জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী।
 
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘সিডিএসপি প্রকল্পের বেড়িবাঁধটি কেবল মিরসরাইয়ের নয়, গোটা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই বাঁধের ভাঙন অব্যাহত থাকলে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের কোটি কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়বে। অবিলম্বে বাঁধ মেরামত ও টেকসই ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, ‘যদি কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামী ৩০ এপ্রিল (বুধবার) জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। জনগণের স্বার্থে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’
সভা শেষে সাংবাদিকদের হাতে দাবিনামা তুলে দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে সিডিএসপি বেড়িবাঁধ সংস্কারে সরকারি আশ্বাসের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন