
মঠবাড়িয়ায় বিএনপি নেতা এ আর মামুন খানের বৃক্ষরোপন কর্মসূচি
পিরোজপুর প্রতিনিধি
বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বাংলাদেশে জীবন-যাপনে উপযোগী তাপমাত্রা রক্ষার্থে কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বৃক্ষ রোপনের নিদের্শনা দিয়েছেন। তারেক রহমানের নিদের্শনা মতে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে যাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। সামাজিক সংগঠন বৃক্ষ উৎসর্গ এই কাজে সহযোগিতা করছেন।
সোমবার( ২১ জুলাই) সকাল ১১ টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ অংশ নেন বিএনপির একাংশের নেতাকর্মীবৃন্দ।
এদিন বিদ্যালয় মাঠে ও রাস্তার দু’পাশে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা লাগান তারা। গাছে প্রয়োজনীয় খুটি লাগানো হয়। এছাড়াও গাছে পানি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।বৃক্ষরোপনের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বর্তমান সময়ে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষ রোপন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়।
খাস মহল লতিফ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, রাস্ট্র অবকাঠামো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোমলমতি শিক্ষার্থীরা। লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপনের কর্মসূচি হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তার দুইধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন