
ভোলায় লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান
ভোলাপ্রতিনিধি
ভোলায় লঞ্চ যাত্রীকে শুক্রবার জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জনৈক এক ব্যক্তি লঞ্চ যোগে বরিশাল হতে ভোলার বোরহানউদ্দিনে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করে।
বিকাল ৪ টায় লঞ্চটি বরিশালের শ্রীপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত ব্যক্তি জ্বর ও বুকে ব্যথা জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
বিষয়টি লঞ্চে থাকা এক ব্যক্তি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে পৌঁছায় এবং অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের গাড়ি যোগে ভোলার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে রোগী ভোলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।