বেঁচে আছি যতক্ষণ সেটা অর্থবহ হোক!
ইফতেখায়রুল ইসলাম
অনেক অনেক ব্যাখ্যা দেয়া যাবে এবং সেটি দেয়ার সুযোগ সকলেরই আছে ও থাকে! সেসবে না গিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যারা অগ্রগামী তাঁরা দয়া করে এই অতিমারীকে মাথায় রাখুন।
পৃথিবী কবে স্বাভাবিক হবে আমরা কেউ জানি না, কঠিন এই সময় মিলেমিশে পার করতে না পারলে আরও বড় বিপদ সামনে অপেক্ষমান। প্রতিদিন ১০০ ছাড়িয়ে যাচ্ছে মৃতের সংখ্যা! কিছু কিছু জেলায় সংক্রমণ যেখানে ১০% এর নীচে ছিল সেখানে তা এখন ২২-২৫% এ এসে দাঁড়িয়েছে!
চোখের সামনে কত আপনজন নাই হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসম্পন্ন মানুষটিও যে এখন কত অসহায় তা আমরা বেমালুম ভুলে বসে আছি! দুনিয়া থেকে কে, কবে বিদায় নেবে কেউ জানে না!
বেঁচে আছি যতক্ষণ সেটা অর্থবহ হোক!
চাওয়া শুধু একটাই- পৃথিবী করোনামুক্ত হওয়ার পাশাপাশি আমাদের মাঝে সহনশীলতার চর্চা বাড়িয়ে দিয়ে যাক।
লেখক : ডিএমপির এডিসি (মিডিয়া অ্যান্ড পিআর)
(ফেসবুক থেকে সংগৃহীত)