ডার্ক মোড
Wednesday, 16 April 2025
ePaper   
Logo
বিরোধীদের বিক্ষোভ ‘সহিংস আন্দোলনে’ রূপ নিয়েছে : এরদোয়ান

বিরোধীদের বিক্ষোভ ‘সহিংস আন্দোলনে’ রূপ নিয়েছে : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে কারাগারে পাঠানো ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা ‘সহিংস আন্দোলনে’ রূপ নিয়েছে। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় প্রধান বিরোধীদলকে নিতে হবে। সোমবার আঙ্কারায় দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগ তুলে গত বুধবার গ্রেপ্তার করা হয় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে। তার গ্রেপ্তারে এক দশকেরও বেশি সময় পর তুরস্কে সবচেয়ে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রোববার দেশটির একটি আদালত ইমামোগলুর বিচার মুলতবি ঘোষণার পর দুর্নীতির অভিযোগে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। যদিও দেশটির বিরোধীদলীয় এই নেতা তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

সড়কে জনসমাগমের ওপর সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তুরস্কের বেশিরভাগ শহরে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। ইমামোগলুর মুক্তির দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে।

রোববার রাতেও টানা পঞ্চম দিনের মতো দেশটির বেশিরভাগ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, ‘‘বিক্ষোভ চলাকালীন অন্তত ১২৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সরকার ‘‘রাস্তায় সন্ত্রাসী কর্মকাণ্ড’’ বরদাশত করবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে গত পাঁচদিনে এক হাজার ১৩৩ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের কর্তৃপক্ষ।

ইমামোগলু নেতৃত্বাধীন তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) মেয়রের গ্রেপ্তারের বিষয়ে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানিয়েছে। সিএইচপির এই নেতার গ্রেপ্তারকে ‘‘রাজনীতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অগণতান্ত্রিক’’ বলে আখ্যা দিয়েছে দলটি।

মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেছেন, নাগরিকদের উসকানি দেওয়া বন্ধ করা উচিত সিএইচপির। তাদের এই প্রদর্শনী শেষ পর্যন্ত বন্ধ হবে এবং তারা দেশে যে ক্ষতিকর কাজ করেছে, সে জন্য তারা লজ্জা বোধ করবে।

সূত্র: রয়টার্স।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন