ডার্ক মোড
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ নারী আটক

বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ নারী আটক

 

বরিশাল ব্যুরো
 
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।
 
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ মে) রাত ৮টা ৫৫ মিনিটে বিএমপি গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ জাহিদ হাসান এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন “সততা ভ্যারাটিজ স্টোর”-এর সামনে অভিযান পরিচালনা করে।
 
অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শিরিন আক্তার (২৫), স্বামী- মোঃ আজাদ হোসেন, সাং- মানরা, ৫ নম্বর ওয়ার্ড, শশীদল ইউনিয়ন, থানা- ব্রাক্ষ্মণপাড়া, জেলা- কুমিল্লা—কে আটক করা হয়।
 
অভিযানে অংশগ্রহণ করেন এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান খান, এএসআই (নিঃ) দিদারুল ইসলাম, কনস্টেবল মোঃ ফরিদ হোসেন, কে এম রফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান খান, মোঃ ইমাম হোসেন এবং নারী কনস্টেবল ফারিয়া খাতুন।
 
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন