
মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ
মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট)
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। চলতি বছর মোরেলগঞ্জের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে পাশ্ববর্তী উপজেলা শরণখোলায়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তিতে ফেলেছে।
বুধবার (১৪ মে) সকালে মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। "কেন্দ্র চাই মোরেলগঞ্জে"—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীরা অবিলম্বে মোরেলগঞ্জেই পরীক্ষা কেন্দ্র পুনঃস্থাপনের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন মোরেলগঞ্জ থেকে শরণখোলায় গিয়ে পরীক্ষা দেওয়া অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ। বর্ষাকালীন প্রতিকূল আবহাওয়া, নদীপথে ঝুঁকিপূর্ণ যাতায়াত এবং আর্থিক অসচ্ছলতা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মোরেলগঞ্জে এতগুলো কলেজ থাকা সত্ত্বেও কেন পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হলো, তা আমরা বুঝতে পারছি না। আগের মতো এবারও পরীক্ষা কেন্দ্র মোরেলগঞ্জেই চাই।”
বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রদলের সাইমুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার ও আল-আমিন, মিনহাজ, নাবিলা প্রমুখ। শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি চোখে পড়ার মতো হলেও, শিক্ষকদের সরাসরি অংশগ্রহণ লক্ষ্য করা যায়নি।
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অভিভাবকরাও বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই মানসিক চাপে থাকে। এর সঙ্গে দীর্ঘপথ পাড়ি দিয়ে কেন্দ্রে যাওয়া তাদের শারীরিক ও মানসিকভাবে আরও চাপে ফেলবে। নিরাপত্তা ও সময় ব্যবস্থাপনাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে মোরেলগঞ্জেই পরীক্ষা কেন্দ্র পুনঃনির্ধারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, শিক্ষা বোর্ড ও স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন