
বালিয়াডাঙ্গীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আউস ও মুগ ডাল এর বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে উৎপাদন বৃদ্ধির জন্য এ বীজ ও সার বিতরণ করা হয়।
সোমবার ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ কুমার দেবনাথ উপস্থিত থেকে কৃষকদের হাতে ধান, মুগ ডাল এর বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ ও উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার হুসেন এবং বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ২ হাজার ১ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।