ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
বামনায় সমাজসেবার উদ্যোগে পল্লীমাতৃকেন্দ্রে সদস্যদের ঋণ বিতরণ

বামনায় সমাজসেবার উদ্যোগে পল্লীমাতৃকেন্দ্রে সদস্যদের ঋণ বিতরণ

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনায় সরকারের নারী ক্ষমতায়নের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পিছিয়ে পরা নারীদের আত্মকর্মসংস্থান, স্বাবলম্বীতা ও উদ্যোক্তা তৈরীর উদ্দেশ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পল্লীমাতৃকেন্দ্রের সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

বুধবার (১৯ মার্চ) বেলা ১১ টায় বামনা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা এর সভাপতিত্বে ২২ জন পল্লীমাতৃকেন্দ্রের সদস্যদের মধ্যে ১১ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহমুল হাসিব সদস্য সচিব হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, বামনা উপজেলার ২ নং বামনা সদর ইউনিয়নের বামনা সাহেববাড়ী বাজার পল্লীমাতৃকেন্দ্র সমিতিতে ১৪ জন কে ৭ লক্ষ টাকা ও ৩ নং রামনা ইউনিয়নের ঘোপখালী পল্লীমাতৃকেন্দ্রের ৮ জনের মধ্যে ৪ লক্ষ টাকা মোট ২২ জন ঋণগ্রহীতার মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১১ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা ঋণগ্রহীতাদের উদ্দেশ্যে বলেন- দেশের উন্নয়নকার্যক্রম এগিয়ে নিয়ে যেতে দেশের অর্ধেক জনগন নারী জনগোষ্ঠীর দিকে লক্ষ রাখতে হবে।

নারী ক্ষমতায়নের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সমাজে পিছিয়ে পরা নারীদের আত্মকর্মসংস্থান, স্বাবলম্বীতা ও উদ্যোক্তা তৈরীর উদ্দেশ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের এই ঋণ বিতরণে বামনা অনেক পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে এবং নতুন নতুন উদ্যেক্তা তৈরী হবে যাতে এ উপজেলার জীবন ব্যবস্থা উন্নত হবে। অনুষ্ঠানে তিনি বামনা উপজেলা সমাজসোব অফিসার মোঃ মাহমুল হাসিব কে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন- সরকারের উন্নয়নকে আরও তরান্বিত করতে প্রায় এক যুগ পর মাত্র চারজন জনবল নিয়ে এই বামনা উপজেলার নারী জনগোষ্ঠির ক্ষমতায়ন ও স্বাবলম্বীতার জন্য পল্লীমাতৃকেন্দ্রের সদস্যদের মধ্যে তিনি যে ঋণ কার্যক্রম শুরু করেছেন তা প্রসংশার দাবীদার। ঋণগ্রহীতা মর্জিনা আক্তার বলেন- সমাজসেবা কার্যালয় পল্লীমাতৃকেন্দ্রের মাধ্যমে দেয়া এই ঋণ দিয়ে আমারা আবার ঘুড়ে দাড়াতে সক্ষম হবো। এই ঋণ পেতে আমাদের ১টি পয়সাও খরচ হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন