ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
নাটোরে সাধু যোসেফ এর ৯ম মহাপর্ব উৎসব অনুষ্ঠিত

নাটোরে সাধু যোসেফ এর ৯ম মহাপর্ব উৎসব অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি

নাটোরের বনপাড়া খ্রিস্টান ধর্মপল্লীর আওতাধীন কুমরুল খ্রিস্টান উপ-ধর্মপল্লীর গীর্জা প্রাঙ্গণে সাধু যোসেফ এর ৯ম মহাপর্ব উৎসব অনুষ্ঠিত হয়েছে। কুমরুল আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লীর উদ্যোগে বুধবার দিনব্যাপী এই মহাপর্ব উৎসব অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় পবিত্র খ্রীস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। বনপাড়া ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ পবিত্র খ্রিস্টযাগ পরিচালনা করেন। এ সময় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ফাদার সানি কস্তা, ফাদার রহিত মৃ, ফাদার দীপক কস্তা, ফাদার সুরেশ পিউরিফিকেশন, ফাদার বিশ্বনাথ মারান্ডি সহ অন্যান্য ব্রতচারিণীগণ।

কুমরুল আদিবাসী খ্রিস্টান উপ-ধর্মপল্লীর সভাপতি সলেমান বিশ্বাসের সভাপতিত্বে খ্রিস্টযাগ পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবু আলবিন বিশ্বাস ও দিলীপ বিশ্বাস সহ অন্যান্যরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মহাপর্ব উৎসবে বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লী থেকে আগত ২ সহস্রাধিক খ্রিস্টভক্ত অংশ নেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন