ডার্ক মোড
Tuesday, 29 April 2025
ePaper   
Logo
বান্দরবানে র‌্যাবের অভিযানে কাঠ বোঝাই ট্রাকসহ চালক আটক

বান্দরবানে র‌্যাবের অভিযানে কাঠ বোঝাই ট্রাকসহ চালক আটক

 
সোহেল কান্তি নাথ, বান্দরবান,
বান্দরবানে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পাচারকালে কাঠ বোঝাই ট্রাকসহ চালককে আটক করেছে র‌্যাব।  শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের মেঘলা এলাকায় অভিযান চালিয়ে কাঠ বোঝাই ট্রাকসহ চালককে আটক করে র‌্যাব ১৫ এর একটি দল। চোরাচালান চক্রের কাউকে আটক করতে সক্ষম না হলেও এসময় ৬০ টুকরো আনুমানিক ৮০ ঘনফুট অনুমোদনহীন সেগুন গোল কাঠ জব্দ করা হয়।র‌্যাব জানায়, মেঘলা এলাকায় অবৈধ ভাবে বনের কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৫ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকালে ৬০ টুকরো গোল সেগুন কাঠসহ ট্রাক চালককে আটক করে তারা। পরে বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তা গিয়ে সেগুলো জব্দ করে বনবিভাগের অফিসে নিয়ে আসে। এঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে বলে জানায় বন বিভাগ।এ বিষয়ে র‌্যাব ১৫ সিপিসি এর কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার তৌহিদ জানান বনের কাঠ পাচারকালে একজন পাচারকারীসহ কাঠ জব্দ করেছি। বনভিভাগ ও আমরা যৌথভাবে মামলা দায়ের করবো। বনের কাঠ ও বনজ সম্পদ রক্ষায় আমরা এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবো।
 
বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার শামশুল হক বলেন, র‍্যাব ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পাচার কালে চার টুকরা গোল কাঠ সহ ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। 
 
এদিকে অভিযোগ রয়েছে, বনবিভাগের সহযোগিতায় দীর্ঘদিন অবৈধভাবে কাঠ পাচার করে আসছে বিএনপি বান্দরব্ন সদর উপজেলা কমিটির আহ্বায়ক সরওয়ার জামান, কাঠ ব্যবসায়ী কামাল উদ্দিন, রিয়াজ চৌধুরী, আলাউদ্দিন, তারেক চৌধুরী, মান্না, মো: জাহাঙ্গীর, নুরুন্নবীসহ ৮-১০ জনের একটি সিন্ডিকেট। বন বিভাগকে ম্যানেজ করে অবৈধভাবে কাঠ পাচারে সক্রিয় হয়ে উঠেছে কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা। এর ফলে একদিকে উজাড় হচ্ছে বন অন্যদিকে বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাই প্রশাসনের নিকট অবৈধভাবে কাঠ পাচার বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার জোরদাবী জানান স্থানীয়রা।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন