ডার্ক মোড
Tuesday, 08 April 2025
ePaper   
Logo
বাউফলে ট্রলির ধাক্কায় যুবক নিহত

বাউফলে ট্রলির ধাক্কায় যুবক নিহত


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ট্রলির ধাক্কায় মো.নিজাম রাঢ়ি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবকের।গত রবিবার উপজেলার কাছিপাড়া—বাহেরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিজাম রাঢ়ি কাছিপাড়া গ্রামের নাজেম রাঢ়ির ছেলে ও তরিকুল ইসলাম একই গ্রামে শাহাবুদ্দিন আহম্মেদের ছেলে ও সম্প্রতী পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) পদে উত্তীর্ণ হয়েছেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,নিজাম ও তরিকুল দুই বন্ধু মটর সাইকেল যোগে কাছিপাড়া বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। মটরসাইকেল টি মৃত নিজাম রাঢ়ির নিজ বাড়ির কাছে পৌছাঁলে দ্রুত গতিতে দুই দিক থেকে আসা দুটি ট্রলি সড়ক ক্রসিং করার সময় নিজাম উদ্দিনের মটর সাইকেলে ধাক্কা লাগলে দুই জনেই ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার
করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন,এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন