
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর পক্ষ থেকে গণসংগীত শিল্পী এপোলো জামালীকে শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ভূমিহীন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি দেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্র সংষ্কার আন্দোলনের প্রধান সম্ময়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, শ্রমিক নেতা রাষ্ট্র শ্রমিক আন্দোলনে আহবায়ক মোঃ মিন্টু মিয়া, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের নারী নেত্রী জাকিয়া শিশির, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সম্মন্য়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ।
শেখ নাসির উদ্দিন বলেন, এপোলো জামালী একজন বহুগুণের মানুষ ছিলেন তিনি সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে গেছেন নিপরিত মেহনতী মানুষের জন্য। বহুমাত্রিক এ্যাপোলো জামালী নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। তিনি বিবাহ করেননি ঘর-সংসার করেননি, মেহনতি শ্রমজীবী মার খাওয়া নিপীড়িত মানুষের ঘরে আলো জ্বালাতে যেয়েই জীবন পার করছেন, মানুষের অধিকার ও মুক্তির পথেই নিজের জীবন স্বার্থকতা খুঁজেছেন। আমরা তার বিদায়ী আত্মার শাস্তি কামনা করি।
রাজনীতিবিদ সংস্কৃতিকর্মী গণসংগীত শিল্পী এপোলো জামালী গত ০২ মার্চ ২০২৫ইং তারিখে মারা গেছেন।
তিনি একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।
রোববার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এপোলো জামালী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গণসংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অনেক জনপ্রিয় গণসংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন। যে কোনো দুর্যোগে তিনি সর্বস্ব উজাড় করে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন তার বিদায়ী আত্মার শাস্তি কামনা করে শ্রদ্ধা জানাই।