
বর্ষবরণ উপলক্ষে ঢাবি চারুকলার তৈরি ফ্যাসিস্ট মুখাবয়বে আগুন
ডিউ সংবাদদাতা
বাংলা নববর্ষ উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৈরি রাক্ষসী ফ্যাসিস্ট মুখাবয়ব এবং শান্তির পায়রার প্রতিকৃতিতে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে চারুকলা বিভাগের ডিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখ এবং ১৪৩২ সালের বাংলা নববর্ষ উদযাপনের জন্য বর্ষবরণ ও ‘আনন্দ শোভাযাত্রা’র জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রচেষ্টায় তৈরি রাক্ষসী ফ্যাসিস্টের প্রতীকী মুখাবয়বসহ বিভিন্ন প্রতীকী প্রতিকৃতি তৈরি করা হয়েছিল।
কিন্তু অত্যন্ত দুঃখজনককে যে আজ ১২ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অনুষদের দক্ষিণ গেটের কাছে স্থাপিত প্যান্ডেলের ভেতরে রাখা সেই সব প্রতীকী প্রতিকৃতির মধ্যে রাক্ষসী ফ্যাসিস্টের প্রতীকী প্রতিকৃতি ও শান্তির পায়রার প্রতিকৃতিতে কে বা কারা আগুন দিয়েছে।
ঘটনার তদন্তের জন্য শাহবাগ থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ৫টার মধ্যে আগুন লাগানো হয়েছে। কারণ সেই সময় কর্তব্যরত ভ্রাম্যমাণ দলের সদস্যরা ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন। সম্ভবত সেই সময়ের মধ্যেই এই ঘটনাটি ঘটেছিল।’