ডার্ক মোড
Wednesday, 23 April 2025
ePaper   
Logo
প্রধান উপদেষ্টার নিকট বাংলাদেশ ঐক্য পার্টি'র স্মারকলিপি

প্রধান উপদেষ্টার নিকট বাংলাদেশ ঐক্য পার্টি'র স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট  


বাংলাদেশ ঐক্য পার্টি'র পক্ষ থেকে ২২ এপ্রিল (মঙ্গলবার) পার্টি'র চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ পিএসসি ও পার্টি'র মুখপাত্র মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
৭ দফা দাবিসহ নিম্নলিখিত বিষয়গুলো স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশে রূপান্তরের টেকসই ট্র্যাকে উঠানোর লক্ষ্যে বাংলাদেশ ঐক্য পার্টির পক্ষ থেকে সংস্কার প্রস্তাবসমূহ:

১) দেশ সঠিক ট্র্যাকে চলবে এরকম পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাকে ( ড. ইউনূসকে) ক্ষমতায় থাকতে হবে। দেশী-বিদেশী অতিরিক্ত চাপ ও বিতর্ক কমাতে যারা রাজী তাদেরকে নিয়ে দ্রুত জাতীয় সরকার গঠন করুন। বাংলাদেশ ঐক্য পার্টি আপনাদের ভুল ধরিয়ে দেওয়াসহ দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় সরকারে থাকবেনা। যেহেতু আপাতত আপনার বিকল্প কেউ নেই সেহেতু রাস্ট্রের প্রধান নির্বাহী হিসেবে আপনাকেই  প্রয়োজন। আপনাকে বলতে গেলে পুরো দেশবাসী সমর্থন দিয়েছেন আর এখন যারা বিরোধিতা করছে, মূলত তারা ব্যক্তি কিংবা দলীয় কিংবা বিদেশিদের স্বার্থের কারণেই করছে। এই মুহূর্তে নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে-তারা জনগণের উপর আস্থা না রেখে ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের দ্বারস্থ হচ্ছে। আত্মমর্যাদাহীন এসব দল ক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবেনা। ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে যারা ধর্ণা দিচ্ছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। গণতন্ত্র থাকলেও অনেক দেশ পিছিয়ে যাচ্ছে, আবার গণতন্ত্র নেই এরকম অনেক দেশও এগিয়ে যাচ্ছে, আসলে তন্ত্রমন্ত্র কিছু না, প্রয়োজন দেশপ্রেম, সততা ও সাহসিকতা। আপনার ক্ষমতার উৎস দেশপ্রেমিক জনগণ। দেশের জনগণের বৃহৎ অংশের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে দেশে মতাদর্শিক সংঘাত হয়-এরকম কিছুতে ইন্ধন দেওয়া যাবেনা।

২) নিজেদের মধ্যে সিন্ডিকেটজনিত মতাদর্শ নির্মূলপূর্বক পুরো দেশের সব সিন্ডিকেটের মূলোৎপাটন করতে হবে। সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। সবক্ষেত্রে পরিশুদ্ধ থেকে দৃঢ়তা, সাহসীকতা ও কঠোরতা নিয়ে কাজ করলে বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার নিয়ে এতো সমালোচনার সুযোগ পেতোনা। আপনার জায়গায় অন্য কেউ হলে এতোদিন প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে পারতো না, দেশ ঘুরেও দাঁড়াতনা। আপনাকে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা হয়েছে যোগ্যতা দেখে। তাই নিয়োগকর্তা আখ্যায়িত করে কারো প্রতি দুর্বলতা দেখানো যাবে না।  সম্পূর্ণ নিউট্রাল হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। লি কুয়ান ইউ কিংবা মাহাথির মোহাম্মদ এর চেয়ে যোগ্যতায় আপনি অনেক বেশী তাই আপনার কাছ থেকে আপনার যোগ্যতার সমান সফলতা আমরা আশা করছি।

৩) জাতীয় চরিত্র ও চেতনার সংস্কারে সৎ, সাহসী ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত কমিশন গঠন করতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ ঐক্য পার্টি বিশেষভাবে সহযোগিতা করতে প্রস্তুত।

৪) দেশী-বিদেশী চুক্তি, সিদ্ধান্ত আয়-ব্যয় ইত্যাদি কোনো কিছু গোপন রাখা যাবেনা। সবকিছুতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

৫) উন্নত দেশসমূহে ড্রেইন হওয়া সব মেধাকে যথাযথ মর্যাদা ও সুবিধা দিয়ে দেশে ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

৬)  বিচার আতংক জিইয়ে না রেখে যাদের বিচার করা হবে তাদের নির্দিষ্ট করাপূর্বক দ্রুত বিচারকার্য সম্পন্ন করে আতংকমু্ক্ত পরিবেশ নিশ্চিত করুন। কেননা আতংকমুক্ত পরিবেশ উন্নয়নের পূর্বশর্ত। সবার আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এতো বেশী অপরাধী সৃষ্টি হতোনা। তাই যাদের বিচার না করলে নয় তাদের ব্যতিত বাকী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করুন তবে রাষ্ট্রপক্ষের প্ররোচনা ব্যতিত ক্ষতিগ্রস্থ কেউ মামলা করলে তাঁকে ন্যায়বিচার থেকে বঞ্চিত রাখাও যাবেনা। সাধারণ ক্ষমার পর পুরাতন কিংবা নতুন কেউ অপরাধ করলে জিরো টলারেন্স দেখিয়ে অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো উপদেষ্টা কিংবা তথাকথিত শক্তিশালী সে যেই হোক, বাধার কারণ হয়ে দাঁড়ালে তাকে বিচারের আওতায় আনুন। প্রয়োজনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জনগণকে রাজপথে নামিয়ে দেশকে পরিশুদ্ধ করুন। দেশ গঠনে এই সুযোগ আমরা হারাতে চাইনা।

৭) গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ে দল, মত ও ধর্ম নির্বিশেষে সৎ, সাহসী ও ডাইনামিক ব্যক্তিদের সমন্বয়ে সর্বজনীন কমিটি গঠন করতে হবে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়সহ সরকারের যাবতীয় উন্নয়ন পরিকল্পনা, অগ্রগতি তাদের এলাকার সবাইকে অবহিত করবেন। এরজন্য মসজিদ-মন্দির তথা ধর্মীয় উপসনালয়গুলোর নেতাদের সম্পৃক্ত করা যেতে পারে।

বাংলাদেশ ঐক্য পার্টির সর্বজনীন ফর্মূলা বাস্তবায়ন ব্যতীত প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশে রূপান্তর সম্ভব নয়। বাংলাদেশ ঐক্য পার্টিসহ নিবন্ধিত ও অনিবন্ধিত ১৭টি দল নিয়ে 'দেশ ঐক্য' নামক একটি প্ল্যাটফর্ম ৮ এপ্রিল ২০২৪ এ গঠন করা হয়। দেশ ঐক্যের পক্ষ থেকে আমরা নিম্ন-স্বাক্ষরকারী দুই জনের স্বাক্ষরে আপনার নিকট বিগত ০২/০৯/২০২৪, ১৫/১০/২০২৪ ও ০৪/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বিভিন্ন পরামর্শ জমা দেওয়া  হয়েছিল। উল্লেখ্য যে, দেশ ঐক্য ও বাংলাদেশ ঐক্য পার্টি অভিন্ন ফর্মূলা নিয়ে কাজ করছে। বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মূলা গ্রহণপূর্বক আজকের প্রস্তাবসহ দেশ ঐক্যের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন সময়ে মোট চারটি দরখাস্তের মাধ্যমে জমা দেওয়া সংস্কার প্রস্তাব আমলে এনে প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশে রূপান্তরের সঠিক ও টেকসই ট্র্যাকে উঠানোর জন্য আপনার (নোবেল লরিয়েট ড.মুহাম্মদ ইউনূস এর) নিকট বাংলাদেশ ঐক্য পার্টি'র পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন