ডার্ক মোড
Tuesday, 22 April 2025
ePaper   
Logo
প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-ভারত

প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-ভারত

অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের একটি ম্যাচে আজ সোমবার মুখোমুখি হলো বাংলাদেশ ও ভারতের ফুটবল দল। কাতারের রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি।

প্রথমার্ধে গোল দিতে পারেনি বাংলাদেশ, ভারত কোনো দলই। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ভরতের দখলে বল ছিল। তারা গোল লক্ষ্য করে ৫টি শট নেয়। বাংলাদেশ নিতে পেরেছে মাত্র একটি শট।

এর আগে বাংলাদেশ ও ভারত সর্বশেষ মুখোমুখি হয়েছিল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে। ২০১৯ সালের ওই ম্যাচে খেলায় এগিয়ে থেকেও বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন