ডার্ক মোড
Friday, 21 March 2025
ePaper   
Logo
নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফেরায় যা বললেন মেহেদি

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফেরায় যা বললেন মেহেদি

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে গেল ৯ মার্চ বোলিং পরীক্ষা দিয়ে গতকাল বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই তারকা অলরাউন্ডার।

গতকাল মধ্যরাতের পর এই খবর একাধিক গণমাধ্যম প্রকাশ করে। এরপর আজ বৃৃহস্পতিবার বোলিং পরীক্ষায় সাকিবের বৈধতা ফিরে পাওয়ার খবরটি এক বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা না থাকায় খুশি অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমকে মেহেদী বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটু চিন্তা ছিল। এত বড় একটা প্লেয়ার, এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকের নিউজটা দেখে খুব ভালো লেগেছে।'

সাকিব লম্বা সময় ধরে দেশের জার্সিতে খেলছেন না। তবে মেহেদি আশা করছেন শীঘ্রই দেশের জার্সিতে দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তিনি বলেন, 'আশা করি সে ফিরে আসুক, দেশের হয়ে ক্রিকেট খেলুক এবং ঘরোয়া ক্রিকেট খেলুক।'

‘আন্তজার্তিক ক্রিকেট খেলতে গেলে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে শতভাগ। নিজের প্রতি শতভাগ বিশ্বাস না থাকলে আপনি কোথাও ভালো করতে পারবেন না। তো আপনি ক্রিকেট খেলতে গেলে একশ মারবেন, দেড়শ মারবেন আবার ছয় বলে ছয়টা ছক্কাও খেতে পারেন। কিন্তু সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। সেই মেন্টালিটি নিয়ে সবাই ক্রিকেট খেলে। শান্ত থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যে শান্ত থাকবে তার ভালো করার সম্ভাবনা বেশি।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন