ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
পেট্রল-অকটেন-সিএনজিচালিত বাসে নতুন ভাড়া প্রযোজ্য নয়

পেট্রল-অকটেন-সিএনজিচালিত বাসে নতুন ভাড়া প্রযোজ্য নয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ১২৮টি রুটের নতুন বাস ভাড়ার তালিকা তৈরি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। এসব তালিকা এখন বাসে দৃশ্যমান। গত মঙ্গলবার রাতেই এই তালিকা তৈরির কাজ শেষ করেছে বিআরটিএ।

ভাড়া নৈরাজ্য ঠেকাতে প্রকাশিত ওই ভাড়ার তালিকায় বিআরটিএ উল্লেখ করেছে, ‘পেট্রল, অকটেন ও সিএনজি গ্যাস চালিত বাসে নতুন এই ভাড়ার তালিকা প্রযোজ্য হবে না। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে এতে বলা হয়েছে।

ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়রোধে বিআরটিএ-এর ৯টি ও ঢাকা মহানগর পুলিশের দুটো ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

এদিকে আজ (১৩ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়রোধে গঠিত পরিবহন মালিকদের একটি ভিজিল্যান্স টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

বিআরটিএ-এর মিরপুর সার্কেল অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সংবাদদাতাকে বলেন, ভাড়ার তালিকা হালনাগাদ করা হয়েছে। পাশপাশি সিএনজি ও ডিজেল চালিত বাসে আলাদা স্টিকার লাগানো শুরু করেছি আমরা। বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকার বেশি আদায় করার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বিআরটিএ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন