ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
পিরোজপুরে অজ্ঞাত নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুরে অজ্ঞাত নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় গলাকাটা অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল পাঁচটা কিছু পরে উত্তর সোনাখালি থেকে ৯৯৯ কল দিয়ে স্থানীয়রা একটি মরদেহের কথা জানায়। খবর পেয়েই পুলিশ মঠবাড়িয়া উপজেলা আমড়াগাছিয়া ইউনিয়নের উওর সোনাখালী গ্রামের জনৈক মিরাজ হাজির একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহটির দেহ থেকে মাথা কাটা ছিল। মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে।

ইউপি সদস্য হারুন জমদ্দার জানান, স্থানীয় মামুন নামে এক ব্যক্তি মিরাজ হাজির পরিত্যক্ত বাড়িতে সুপারির পাতা কুড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। তখন মামুন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

মঠবাড়িয়া থানার ওসি জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত করাসহ এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন