ডার্ক মোড
Thursday, 15 May 2025
ePaper   
Logo
পিবিআইএল ও উইগ্রো টেকনোলজিসের চুক্তি: কৃষি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন

পিবিআইএল ও উইগ্রো টেকনোলজিসের চুক্তি: কৃষি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন

 

 বিজনেস ডেস্ক

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও উইগ্রো টেকনোলজিস সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

 

চুক্তির আওতায়, উইগ্রো টেকনোলজিস-এর অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এখন সরাসরি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট-এর ‘PrimeInvest Discretionary Product Suite’-এ বিনিয়োগের সুযোগ পাবেন। যার ফলে বিনিয়োগকারীরা পশুপালন ও ফসল চাষের মতো কৃষিভিত্তিক প্রকল্পে অংশগ্রহণের পাশাপাশি শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক খাতে বিনিয়োগ করতে পারবেন। এই উদ্যোগটি পিবিআইএল-এর #AccessToInvestment উদ্যোগের একটি অংশ, যা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সম্পদ বাড়ানো এবং কর রেয়াত পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

 

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব বলেন,‘এই চুক্তির মাধ্যমে উইগ্রো’র বিনিয়োগকারীরা কৃষিভিত্তিক প্রকল্পের বাইরেও পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এটি পোর্টফোলিও বৃদ্ধি এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য পারস্পরিক লাভজনক উদ্যোগ।’

 

উইগ্রো টেকনোলজিস-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন,“এই অংশীদারিত্ব আমাদের ব্যবহারকারীদের একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ আর্থিক কাঠামোর আওতায় আনবে। এটি মূলধারার সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কৃষি বিনিয়োগকারিদের যুক্ত করার এক উল্লেখযোগ্য অগ্রগতি।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন