ডার্ক মোড
Friday, 02 May 2025
ePaper   
Logo
তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

 

 
সৌমিত্র সুমন,পায়রা বন্দর(পটুয়াখালী )প্রতিনিধি
  মে দিবস ও সাপ্তাহিকসহ তিন দিনের ছুটির কারণে কুয়াকাটায় পর্যটকদের  ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজীর তথ্য অনুযায়ী, কুয়াকাটার প্রায় হোটেলই ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে।মে দিবসসহ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে। পর্যটকরা হইহুল্লা করে মাতিয়ে রেখেছেন পুরো সমুদ্র সৈকত।সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছে। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার ছবি তুলছে।অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্থতা দেখা গেছে  কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সকল  ব্যবসা প্রতিষ্ঠানে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে।ঢাকা থেকে আগত পর্যটক সাকিল আহমেদ  বলেন, “কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানকার সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে আসা সার্থক মনে হচ্ছে। মে দিবস ছুটি উপলক্ষে অনেক বেশি পর্যটক  থাকায় আনন্দ পাওয়া যাচ্ছে।সৈকত সংলগ্ন চা বিক্রেতা মো. নজির মিয়া বলেন, বৃহস্পতিবার থেকে চোখে পড়ার মত পর্যটক কুয়াকাটায় আসছে। বেঁচা বিক্রি বাড়তে শুরু করছে।ক্যামেরাম্যান আলমাছ  বলেন, তিন দিন ছুটি থাকায় মোটামুটি  পর্যটক আসতে শুরু হয়েছে।  আজ ভালোই পর্যটক বাড়ছে। আমরা আমাদের সংকট কাটাতে পারব।আচার বিক্রেতা মো.সগির বলেন, পর্যটকরা এখন বেশি ক্রয় করেনা। শুধুই ঘুরে ফিরে চলে যায়। তবে আগের চাইতে বিক্রি বাড়ছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমান বলেন,  কুয়াকাটায় ঘুরতে আসা সকল পর্যটকদের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য।  মে দিবস এবং সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা । তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে।কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,ইয়াসিন সাদেক বলেন,ঈদের পর আজকেই প্রচুর পর্যটক আসছে। তিন দিনের ছুটিকে কেন্দ্র করে এতো পর্যটকের আগমন। কলাপাড়া উপজেলা প্রশাসন,মহিপুর থানা পুলিশ,কুয়াকাটা  টুরিস্ট পুলিশ ও পৌর কতৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন