ডার্ক মোড
Saturday, 02 August 2025
ePaper   
Logo
নিলাদ্রীতে হাউসবোটে ফেরার পথে বিদেশি মদের বোতলসহ পর্যটক গ্রেফতার

নিলাদ্রীতে হাউসবোটে ফেরার পথে বিদেশি মদের বোতলসহ পর্যটক গ্রেফতার


সিলেট ব্যুরো
নিলাদ্রীতে হাউসবোটে ফেরার পথে বিদেশি মদের বোতলসহ রাজ বর্মন নামে এক পর্যটক গ্রেফতার
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
রাজ বর্মন রাজধানী ঢাকার কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা (চুনকুটিয়া)’র ভক্ত বর্মনের ছেলে।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।
মিডিয়া সেল জানায়, তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বাজার থেকে নিলাদ্রীতে বেড়াতে আসা পর্যটক রাজ বর্মনকে বিদেশি মদের বোতলসহ থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআ্ই পংকজ দাশ শুক্রবার বিকেলে গ্রেফতার করেন।
পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজ জানায়, স্থানীয় মাদক কারবারিদের নিকট থেকে বিদেশি মদের বোতলগুলো ক্রয় করে সে। ট্যাকেরঘাট নিলাদ্রীর ট্রলার ঘাটে নোঙ্গর করে রাখা হাউসবোটে সাথে থাকা অন্য কয়েকজন পর্যটক সহ নিজে সেবনের জন্য মদের বোতল গুলো নিয়ে নিলাদ্রীর ঘাটে ফিরছিল রাজ।
প্রসঙ্গত,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক একটি হাউসবোটে অন্যান্য পর্যটকদের সাথে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের (পতিত কোয়ারি) নিলাদ্রীতে শুক্রবার সকালে ভ্রমনে আসে রাজ বর্মন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন