
দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল এগারো মাইল এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম নামের একজন পুলিশের শহর উপরিদর্শক (টিএসআই) নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুল করিম দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের মৃত আব্দুল গফুরের ছেলে।
কাহারোল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল বর্মন জানান, আব্দুল করিম বীরগঞ্জ উপজেলায় ডিউটি শেষে বিকেলে মোটরসাইকেলযোগে দিনাজপুরের অফিসে ফিরছিলেন। পথে তিনি দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসী পাড়ার সামনে এলে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন