ডার্ক মোড
Saturday, 03 May 2025
ePaper   
Logo
তাড়াইলে রাস্তা বন্ধ করে সীমানাপ্রচীর নির্মাণের অভিযোগ

তাড়াইলে রাস্তা বন্ধ করে সীমানাপ্রচীর নির্মাণের অভিযোগ

তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি
 
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামে প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মানের অভিযোগ ওঠেছে একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শরীফ খানের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু বকর সিদ্দিকী (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো: আল মামুন খান। অভিযোগে বলা হয়- বিবাদীরা আমার আপন চাচাতো ভাই। আমার দখলীয় জায়গাতে অবৈধ ভাবে ঝুঁকিপূর্ণ সীমানাপ্রচীর তৈরি করেছে। উক্ত সীমানার পাশে আমাদের চলাচলের রাস্তা। যেকোনো সময় সীমানা প্রাচীর ভেঙ্গে দূর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয় নিয়ে বিবাদীকে জিজ্ঞাসাবাদ করলে সে আমার কথা কর্ণপাত না করে বরং আমাকে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখে। বিষয়টি এলাকার লোকজনকে জানালে তারা আমাকে  ইউএনও মহোদয়ের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন