
ঢাবিতে মুজিব কর্নার উদ্বোধন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন এবং কর্নার উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি ধরে রাখতে অণুজীববিজ্ঞান বিভাগের এসব উদ্যোগ বিশেষ করে নবনির্মিত মুজিব কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে চলমান করোনা মহামারি পরিস্থিতিতে অণুজীববিজ্ঞান বিষয়ক গবেষণার অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, বিভাগীয় শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।