ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার

ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যকে অসত্য বলছে অন্তর্বর্তী সরকার। আর এটি বলার মধ্য দিয়ে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণও দেখছে না সরকার।

মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

২৯ মিলিয়ন নিয়ে ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দুই দেশের সম্পর্ক খারাপ হবে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, আমার মনে হয় না। বিষয়টা হলো প্রেসিডেন্ট শুধুমাত্র এটা বলেছেন, কোনো বিস্তারিত দেন নাই বা প্রশ্ন করেন নাই। আমরাও দেখেছি যে, আসলে এ রকম কোনো কিছু নেই। কাজেই এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই।

এ ধরনের বক্তব্যে সাধারণত সংশ্লিষ্ট দেশের দূতদের ডাকা হয়। তাহলে কেন ঢাকাস্থ দেশটির দূতকে ডাকা হবে না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এটাকে আমি কোনো উসকানিমূলক বক্তব্য বলে মনে করি না। একটা বিবৃতি দিয়েছেন, আমরা দেখেছি যে এটার এমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনিতো (ট্রাম্প) স্পষ্ট করে একটা কথাও বলেন নাই, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। দুই ব্যক্তি বলতে উনি কাদের বুঝিয়েছেন আমরা জানি না। কাজেই এটা নিয়ে তারপরে আর কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন মনে করি না।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন